প্রতিনিধি ২৮ মে ২০২২ , ৫:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ
তোমরা খুঁজে
শাহনেওয়াজ শাহ্
শহর বন্দর নগরে খুঁজি আমি তোমারে
কোথায় গেলে পাব আমি প্রাণ সখি বলনারে।
তোমার খুঁজে ছুটে চলি আমি দিবানিশি
জন্ম থেকে আজ অবদি খুঁজেতেছি নিরবধি।
জীবনেরই খেরোখাতায় আছে যত কাঁটাছেড়া
সবইতো প্রাণ বন্ধু তোমার লাগিয়া।
আজো পেলাম না আমি তোমায় খোঁজে
নিজের সর্বস্ব দিয়ে লাগিলাম খুঁজিতে।
কোথায় আছো তুমি খেলছো লুকোচুরি
কোথায় গেলে পাব তোমায় একটু বলনারে।
সুখের আশার সারাজীবন পার করিলাম
তবুও একটুখানি সুখ না পাইলাম।
নদীর পাড়ে গেলাম আমি সুখ খুঁজিতে
কুল ভেঙে সর্বহারার চিৎকার পেলাম সুখের নিমিত্তে।
পাহাড়ের চূড়ায় গেলাম সুখ খুঁজিতে
বনবাসে এক অবলা নারীর দুঃখ দেখে ফিরে এলাম।
মরুভূমিতে গেলাম সুখ খুঁজিতে
সুখ যে মরিচীকা জানা ছিল নারে।