• Uncategorized

    তুমি মরে যাবে ? – লেখকঃ শিহাব অাহম্মেদ

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

    কবিতা- তুমি মরে যাবে ?
    লেখকঃ শিহাব অাহম্মেদ

    তোমার অনেক দুঃখ
    তুমি কাঁদছ অথবা নিথর ,
    তোমার বুকের মাঝে কম্পন
    অথবা বেথার বাঁধ ভাঙ্গা ঢেও ।

    ভাবছ মরে যাব বাঁচবনা আর
    কার জন্য কেন এই বেঁচে থাকা ?

    যান আমি একটা পাখি পুষেছিলাম
    ছোট্ট একটা লোহার খাঁচায় ,
    সেও বন্দি আমার নির্দিষ্ট আঙ্গিনায়
    একদিন বিস্ময় চোখে চেয়ে দেখি ,
    সেও গান গাইছে প্রফুল্ল চিত্তে ।

    ভাবলাম মস্ত খোলা মাঠ যার আঙ্গিনা
    বিহঙ্গ মনে উরে বেড়ানো যার কাজ
    এই ছোট্ট লোহার খাঁচায় ও সে গান গাইতে পারে ।
    তবে তুমি মিছেই ভাবছ কেন মরে যাবে ?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ