প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ৩:০০:৩০ প্রিন্ট সংস্করণ
তুমি ইতিহাসের বিজয়ী সেনা
লেখক-শান্তিপদ রায়
আজ —-
পদ্মা মেঘনা যমুনা’র
উদ্বেলিত বুকে,
উঠালে ঢেউয়ের নৃত্য
কে তারে রুখে !
তোমার হুকুমে মাতাল পবন
পালে দিলো ঠেলা,
ছুটিলো তোমার বিজয়ী নৌকা
কে দেখে তার খেলা !
দক্ষ মাঝি তুমি কামাল ভাই
ভিড়ালে নৌকা ঘাটে,
এ ভূবণ পেলো লাল বার্তা এক
রাজনীতির মাঠে ।
আজ—
হিমালয় যেন মেনেছে হার
তোমার উচ্চতায়,
আকাশ যেন লজ্জায় ছোট
তোমার বিশালতায়।
তোমার চেয়ে নয়তো যেন
গভীর সমুদ্র তল,
তোমার চেয়েও নয়তো বেশী
ভূমিকম্পের বল্ ।
তুমি আকাশ ছুঁয়েছো আজ
ছুৃঁয়েছো জনতার হৃদয়,
তোমার নাম রবে ইতিহাসে
রবেই রবে নিশ্চয় ।
হে ইতিহাসের বিজয়ী সেনা
তোমায় নমি বার বার,
তুমি অমর , তোমায় অভিনন্দন
তুমি আমাদের অহংকার ।।