• সাহিত্যে

    “তুই বেটা কে” কবি-শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ৬:১২:১৯ প্রিন্ট সংস্করণ

    তুই বেটা কে?
    কবি শাহনেওয়াজ শাহ্

    নানান কথা বলুক নানা লোকে
    তাতে আমার কি যায় আসে।
    বলতে থাকুক যত পারে তত
    যদি এতে তাদের একটু স্বাদ মিটে।

    বলছে তারা শুনছি আমি
    জবাবের সময় এখনো আসেনি।
    ওরা আমড়া কাঠের ঢেকি
    প্রত্যক্ষ জবাব দেওয়া হবে বোকামি।

    যাদের নেই নিজের কোনো আত্মসম্মান
    অন্যের সমালোচনা করাই তাদের কাজ-কাম।
    আমিতো তো পারিনা মিলিতে সেই দলে
    তারা মন্দ বলুক তাতে আমার কি যায় আসে।

    নিজের চরকায় তেল দাও ভাব তোমার নিজেকে
    আপাদমস্তক থাকিয়ে দেখে কি আছে তোমার মাঝে।
    এদিক সেদিক খুঁজে বেড়াও তুমি মানুষের গন্ধ
    নিজের দিকে থাকিয়ে দেখ দেহটা গন্ধের অঙ্গরাজ্য।

    অন্যকে ভাবতে ভাবতে নিজের জীবন করলি শেষ
    তোর জীবনে দেখিনা ভাই সফলতার কোনো র‍েশ।
    অন্যকে ভাবতে ভাবতে নিজের অবস্থান গেলি ভুলে
    অন্যের সমালোচনা করার তুই বেটা কে?তুই বেটা কে?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ