প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:২৫:২৫ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ তীরের আঘাত
লেখকঃ শিহাব অাহম্মেদ
ধনুকে লাগিয়ে তীর
আমাকে যে,করেছো অস্থির।
তোমার প্রেমেরি দহনে
আমি যে, হয়েছি পাগল পারা।
তোমার প্রতারনায়
আমি যে, হয়েছি দিশেহারা।
তোমার মহা প্রলয়ে
আমি যে, খেয়েছি হাবুডোবু
তোমার বিশালতায়
আমি যে, হারিয়েছি কুল।
তোমার নিরাবতায়
আমি যে, হারিয়েছি বাকস্বাধীনতা।
তোমার ছলনায়
আমি যে, হয়েছি নিস্তব্ধ।
তোমার তীরের আঘাতে
আমার বুকটা যে, হয়েছে রক্তাক্ত।
তোমাকে হারিয়ে
আমি যে আজ, বড় একা।