• Uncategorized

    তিমির রাত্রির পর-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:২৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ- তিমির রাত্রির পর
    লেখকঃ শিহাব আহম্মেদ

    কুয়াশার সকালটা দেখছিলাম তন্দ্রাচ্ছন্ন চোখে.
    শিশিরের আবরণ জড়িয়ে আছে শ্বেতবর্ণ সুখে ।
    মনের বিগত কষ্টগুলো দিয়ে যায় কঠিন অঙ্গিকার,
    আগামীর সুখের স্বান্তনা নিয়ে ঠেলে দেয় অন্ধকার।

    যতই নিজেকে বুঝাইনা কেনো মন অতীতে ফিরে..
    সোনালী কিরণে শিশির শুকায়ে যন্ত্রণা অন্তর ঘিরে।
    কালের প্রবাহে নিজের প্রয়োজনে সময় তো ফুরুবে
    কলঙ্কভরা ব্যর্থতার ইতিহাস কেবল হা-হুতাশ ছড়াবে।

    হায়রে ভন্ড আমি না গড়িলাম নেকময় ছন্দের জিন্দেগী
    সময়ের মূল্য না দিয়ে স্রষ্টার খুশিতে না করিলাম বন্দেগি।
    সময়ের প্রবাহে জাহান্নামের সিপাহীরা বিদ্রোহ করিবে যে
    আমার মতো কুলাঙ্গার সব ধরেধরে জাহান্নামে ভরিবে যে।

    হায়রে কোন হালতে অবহেলায় অযত্নে গেলোরে জিন্দেগী
    সময় থাকতে মনিবের হুকুম মতো যে না করিলাম বন্দেগি।
    পাপের মজা আকর্ষণে বারবার কেনো রঙলীলায় ফিরে যাই
    অনন্ত অসীম দয়াময় মালিক আল্লাহর কাছে সুখ পানাহ চাই।

    প্রভুর প্রেমের ধ্যাণ ভেঙে দিয়ে চোখ খুলে দেখি শুভ্র সকালে
    আল্লাহ অনুভবে তুমি  শুষ্ক মরুভূমে চারদিকে সুখের উদ্যানে।
    তোমার অজান্তেই মরূদ্যানে জন্মিয়েছে কত ফুল-ফল গাছালি
    অবাক বিষ্ময়ে নিজের পরাজয় দেখে আমি লজ্জায় মুখ ঢাকি।

    চোখ মেলে দেখ দিগন্তের সীমানা জুড়ে ওগো আমার আল্লাহ
    টিউলিপের সারি সারি তোমার ভালোবাসা চারদিকে জড়ায়ে,
    ভাই-বোন,মায়ের আদর, স্ত্রী- সন্তানের মায়ায় কী সুখে রাখছ?
    আল্লাহ এই নেয়ামতের শুকরিয়ায় কোটিবার কুর্নিশ তোমায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ