শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:
#নৌবাহিনী সেলুটের পেছনের ইতিহাসটা অনেকটা এমন যে,
ব্রিটিশ নেভিতে নাবিকেরা জাহাজে কাজ করলে কোনো না কোনোভাবে হাতের তালুতে কালি লেগে যেত যে কারণে ওরা হাতের তালু নিচু করে সেলুট দেওয়ার প্রচলন শুরু করে। এজন্য আমাদের নৌবাহিনীতেও এটা ইনহেরিটেডলি চলে আসছে।
#সেনাবাহিনী স্যালুট দেয় হাতের তালু দেখিয়ে, যার মানে হচ্ছে আমার প্রতিপক্ষকে আক্রমণ করার কোন সদিচ্ছাই নেই, আমি নিরস্র ও শান্তি চাই। আবার শত্রুপক্ষের আক্রমণ রুখতেও বদ্ধপরিকর।
#বিমান বাহিনীর স্যালুট দেওয়া হয় 45 ডিগ্রি এংগেল করে যেটা বিমানের উড্ডয়ন কে বুঝানো হয়। এই আধো কাত অবস্থায় সালামের মানে হল আকাশের দিকে উড্ডায়মান। আর এই সেলুট আর্মি ও নৌবাহিনীর মাঝামাঝি কারন যুদ্ধে ও দেশ রক্ষায় নৌ বিভাগ ও স্থল বিভাগের সেনাবাহিনীর সাহায্য স্বরূপ আকাশ পথের সেবায় একমাত্র বিমান বাহিনী তাই তাদের সেলুট মাঝামাঝি পর্যায়ে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.