মাহমুদুল হাসান লিমন-তিতুমীর কলেজঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে বহিষ্কার করা হয়েছ। এর মধ্যে সরকারি তিতুমীর কলেজের ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত (৪ এপ্রিল) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য ও শিক্ষার্থীদের তালিকা কলেজগুলোতে পাঠানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিঠি হতে জানা যায় অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ঢাকা কলেজের ১ জনকে স্থায়ী বহিষ্কার ও ইডেন মহিলা কলেজের ২ জন, সরকারি তিতুমীর কলেজের ৯ জন, সরকারি বাঙলা কলেজের ১ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন, কবি নজরুল সরকারি কলেজের ১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এরফলে বিভিন্ন মেয়াদে বহিস্কৃত শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বন করে দেয়া পরীক্ষা বাতিলসহ আগামী ১-৩ বছর পরীক্ষায় বসতে পারবেন না। এছাড়া বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ এবং উপাদানকল্পে পরিচালিত কলেজের ৩১ শিক্ষার্থীকে। তবে বহিষ্কারকৃত কোন শিক্ষার্থী তার অপরাধের জন্য অনুতপ্ত হয়ে উপাচার্য বরাবর শাস্তি হ্রাসের আবেদন করলে উপাচার্য বিশেষ বিবেচনায় শাস্তি এক বছর হ্রাস করতে পারবেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.