প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ১২:০৫:০০ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৫৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানার খালকুলা বাজারস্থ আল্লাহ রহমত হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মানিক হোসেন (৩৫), একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুরের জালিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) ও মেলানহদ গ্রামের হাজরা বাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র একটি দল জেলার তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৩ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন।