• ধর্ম

    তালিবুল ইলমদের উদ্দেশ্যে মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহ এর বার্তা।

      প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ৯:২৬:০২ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ইসলাম ডেস্ক:

    মুহতারাম তাকী উসমানী হাফিজাহুল্লাহ মোবাইল বিষয়ে ছাত্রদেরকে বলেন মোবাইল হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় মুসিবত এবং ফিতনার নাম। বিশেষত ঐ সমস্ত মোবাইল যা দ্বারা শুধুমাত্র কথা বলার কাজই হয় না; বরং তাতে রয়েছে WhatsApp ইত্যাদি বহু প্রোগ্রাম। তালিবুল ইলমদের জন্য এই ধরনের মোবাইল সুখ বিনষ্টকারী, ইলম অর্জনের পথে বাধা প্রদানকারী ডাকাত।

    কেননা তালিবুল ইলম মোবাইলে ব্যস্ত হলে কখনোই তার মেধা ইলমের দিকে নিবদ্ধ হবে না। তুমি এই কামনা করবে যে, আমি মোবাইলের স্বাদ আস্বাদন করবো আবার জ্ঞানার্জনও করবো; সেটা সম্ভব নয়। যেকোনো একটা অর্জিত হবে; হয়তো মোবাইলের স্বাদ অথবা জ্ঞানার্জন। এইজন্য যদি তালিবুল ইলম হতে চাও তাহলে ঐসকল মোবাইল যাকে ভুল নামে সম্বোধন করে “স্মার্ট ফোন” এবং আরবীতে الهاتف الذكي বলা হয়

    -প্রকৃতপক্ষে এটা الهاتف الغبي অর্থাৎ পথভ্রষ্টকারী ফোন- সেগুলো থেকে দূরে থাকতে হবে। দারুল উলূম করাচীতে এই ধরনের মোবাইল পুরাপুরি নিষিদ্ধ।”উল্লেখ্য, কিছুদিন আগে তিনি ফতোয়া প্রদান করেছেন স্মার্ট ফোন ব্যবহার করা কেবলমাত্র তাদের জন্যই জায়েয যারা চোখের গুনাহ সহ মোবাইল সংক্রান্ত যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে সক্ষম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ