প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৭:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেলের “মা” মমতাজ বেগম (৪৭) ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর। সাংবাদিক রুবেল’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহীর তানোর প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ অত্র প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ এ শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে মরহুমার বিদোহী আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা।
শনিবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজারস্থ ভাড়া বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘদিন থেকে ক্যান্সারের চিকিৎসা চলছিল তাঁর।। তিনি তাঁর দুই সন্তানসহ অসংখ্য জ্ঞানীগুণী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় রেলগেট গোরহাঙ্গা মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে৷
মায়ের মৃত্যুতে তার কনিষ্ঠ সন্তান মাহফুজুর রহমান রুবেল সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।