প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ৩:২৪:৩১ প্রিন্ট সংস্করণ
রাজশাহী জেলার তানোর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হক বিজয়ী হয়েছেন। তিনি তার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৬৩২ ভোট। প্রথমবার তিনি মেয়র নির্বাচিত হলেন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে ১৩ভোটে পরাজিত হন তিনি।
আর তার নিকটম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও বিএনপির মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিজান তার ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট। এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ২৪৫ ভোট।তানোর পৌরসভায় মেয়র পদে তিনজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী ছিলেন।