প্রতিনিধি ৮ জুন ২০২২ , ৩:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ
সৈয়দ মাহামুদ শাওন-তানোর রাজশাহীঃ
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালে যাত্রা শুরু করা ‘বনায়ন’ রাজশাহী জেলার তানোর উপজেলায় সরকার পাড়া পরিবেশ বান্ধব গ্রাম (ইকো ভিলেজ) বাস্তবায়ন কমিটির আয়োজনে তানোর উপজেলা পরিষদ কতৃক প্রদানকৃত গাছের চারা বিতরন ও সরকারপাড়া পরিবেশ বান্ধব গ্রামের বিভিন্ন বাড়ি পরিদর্শন অনুষ্ঠিত এবং ১০০ টি পরিবারের মাঝে দুইটি করে থাই পেয়ারা ও মেহ বেগুনির গাছের চারা প্রদান করা হয়।
আজ বুধবার সরকারপাড়া গ্রামে ওয়ার্ল্ড ভিশন তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ৪ নং সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক খাঁন, তানোর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাইদুর রহমান সাঈদ,তানোর উপজেলা যুবলীগ নেতা মোঃ মঈনুদ্দীন, সরকারপড়া ইকো ভিলেজ সভাপতি মোঃ লুৎফর রহমান,সভানেত্রী তিলোকা রানী, ৩ ও ৭ নং ওয়ার্ডের মেম্বার। পোগ্রাম অফিসার নিকোলাস ঢালী,পোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, পোগ্রাম অফিসার সনজিব গাইন,ও জুনিয়র পোগ্রাম অফিসার বানার্ড কুজুর প্রমুখ।