• সারাদেশ

    তানোরে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী তানোরে হেরোইন ও ইয়াবাসহ ঠাকুর পুকুরের সেই আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্প্রতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১৬ গ্রাম হেরোইন ও ৬৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিক পৃথক অভিযানে ২ মাদক সেবীকে গ্রেপ্তার করেন তানোর থানা পুলিশ। পরে গ্রেপ্তার দুইজনকে পুলিশ তানোর সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাতের কাছে হাজির করা হলে। ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তার দুইজনকে ৬ মাস করে করে কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থ দন্ড করেন

    তানোর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। এরা হলেন তানোর পৌর এলাকার গুবির পাড়া মহললার আব্দুর রহমানের পুত্র আব্দুর রহমত আলী (৪২) ও আমশো মহল্লার মৃত সৈয়দ আলীর পুত্র ফজলু (৪০)। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত আকরাম হোসেন তানোর থানা তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে।
    তারপরও সে গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো।

    বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। তানোরকে মাদক মুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ