বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌর এলাকার আমশো(আমটিয়ারা) মহল্লায় পুর্ববিরোধের জের ধরে একই পরিবারের স্বামী-স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়া মারার চেষ্টা করা হয়েছে। গত ২৮ মার্চ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। এদিকে ২৯ মার্চ বুধবার এঘটনায় রিমা বেগম বাদি হয়ে আমজাদ ও জামিল পিতা-পুত্রসহ ১০ জনকে আসামি তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে অভিযোগ থেকে বাঁচতে গত ৩০ মার্চ বৃহস্প্রতিবার আমজাদ বাদি হয়ে ১ লাখ ৬০ হাজার টাকা চুরির অভিযোগে ৬জনকে আসামি করে আদালতে কাউন্টার মামলা করেছে। ওদিকে আমজাদের করা মামলার খবর ছড়িয়ে পড়লে মহল্লাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে রিমা বেগমের করা অভিযোগে বলা হয়েছে, তানোর পৌর এলাকার আমশো (আমটিয়ারা) মহল্লার বাসিন্দা আমজাদ উদ্দিনের সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বিরোধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে আমজাদ ও জামিল তারা পিতাপুত্র মিলে শরিফুলের স্ত্রী মইতুন বেগমের শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে,তবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। একই দিন রাতে আমজাদ ও জামিল তারা পিতাপুত্র ফের শরিফুলের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.