মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কেশরহাট-কামারগাঁ রাস্তার ধারে উজল্যাকুড়ি গ্রামে খাস জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার এলাকাবাসি ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসকের(ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছে।স্থানীয়রা জানান, ইউপির কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাবশালী নিখিল কুমার প্রভাববিস্তার করে খাস জমিতে দোকানঘর নির্মাণ করছে।
এঘটনায় গ্রামবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে পারছেন না। এবিষয়ে জানতে চাইলে নিখিল কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, তার জায়গায় তিনি ঘর নির্মাণ করছেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে নৌকার ভোট করায় নৌকার বিরোধীরা তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। এ বিষয়ে কামারগাঁ ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তার বলেন, এলাকার লোকজন ফোনে তাকে ঘটনা জানিয়েছেন। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.