• রাজশাহী বিভাগ

    তানোরে সার ডিলারের জরিমানা-A71S

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২২ , ৪:৩০:০৮ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আলোচিত বিসিআইসির অনুমোদিত সার ডিলার মেসার্স মৌসুমি ট্রেডার্সের বিরুদ্ধে বেশী দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন,সীমান্ত এলাকা থেকে ইউপির মধ্যবর্তী এলাকায় ডিলারের দোকান স্থানান্তর করার। কারণ সীমান্ত এলাকায় ডিলারের দোকান থাকায় সে খুব সহজেই সার পাচার করতে পারছে।স্থানীয় কৃষক রবিউল ইসলাম, আফজাল হোসেন বলেন, বিকাশ বাবু দীর্ঘদিন ধরে সীমান্ত সংলগ্ন মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় সার পাচার করে আসছেন।

    যে কারণে কামারগাঁ ইউপির কৃষকেরা নায্যমুল্য সার পাচ্ছেন না।এদিকে ১৭ আগষ্ট বুধবার সকালে মেসার্স মৌসুমি ট্রেডার্স থেকে গোপণে অন্য এলাকায় সার পাচারের সময় কৃষকেরা হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ সরেজমিন ঘটনার সত্যতা পাওয়ায়, ডিলার বিকাশ কুমারের ২০ হাজার টাকা জরিমানা এবং পাচার হওয়া সারগুলো স্থানীয় কৃষকের মাঝে নায্যমুল্য নিলাম করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ