প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৭:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ
মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ
রাজশাহীর তনোরে গ্রামবাসির বাধা উপেক্ষা ও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন পাকা রাস্তা নষ্ট এবং পরিবেশ দুষণ করে মাটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। তানোরের মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভুমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ পার্শ্ববর্তী লালপুর গ্রামে মাটি বিক্রির অপরাধে পুকুর পুনঃখনন কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। অথচ পাঁচন্দর গ্রামে প্রকাশ্যে দিবালোকে পুকুরের কাদামাটি বিক্রি করে পরিবেশ দুষন এবং পাকা রাস্তা নষ্ট করা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নির্বিকার হেতু কি ? সোহেল রানা নামের এক ব্যক্তি গাড়ির লোক পরিচয় দিয়ে বলেন, বদিউজ্জামান নয়ন টাকা-পয়সা দিয়ে সকলকে ম্যানেজ করেছে। ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে হাবিবুর নামের এক অটো চালক সড়কে কাদামাটি ফেলার প্রতিবাদ করলে ট্রাক্টরের মালিক তাকে মারধর করেছে, এছাড়াও গ্রামের কেউ প্রতিবাদ করলে তাদেরকেও বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে।
গ্রামবাসী জানান, পাঁচন্দর গ্রামের বিএনপি মতাদর্শী মিজানুর রহমান প্রশাসনের অনুমতি ব্যতিত নিয়মনীতি উপেক্ষা করে পুকুর পুনঃখনন এবং প্রতি গাড়ী মাটি ৮০০ টাকা দামে বিক্রি করছে। অবৈধ ট্রাক্টর করে এসব মাটি বিভিন্ন এলাকায় পরিবহন করতে গিয়ে কদামাটিতে রাস্তা নষ্ট ও পরিবেশ দুষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন-পুরাতন পুকুর খনন বা পুনঃখনন করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং কোনো অবস্থাতেই মাটি বাইরে বিক্রি করা যাবে না এমন বাধ্যবাধকতা রয়েছে।কিন্ত্ত তারা এসব নিয়মনীতি উপেক্ষা করেই মাটি বাণিজ্য করছে। স্থানীয় সাবেক কাউন্সিলর বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যেভাবে রাস্তা নষ্ট ও পরিবেশ দুষণ করা হচ্ছে তাতে মনে হচ্ছে এসব দেখার কেউ নাই। এবিষয়ে জানতে চাইলে পুকুর মালিক বলেন, আমার পুকুর আমি খনন করবো, আমার মাটি আমি বিক্রি করবো এতে প্রশাসনের অনুমতি নেয়ার কি আছে, তাছাড়া মাটি ঢোয়াতে গেলে রাস্তায় একাটটুক পড়বে সেটা লেবার দিয়ে সরিয়ে নেয়া হবে।