• আইন ও আদালত

    তানোরে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৯:০৯:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় গত ১৬ নভেম্বর শনিবার কামারগাঁ গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র মাইনুল ইসলাম বাদি হয়ে একই গ্রামের মৃত আমির আলীর পুত্র আব্দুল লতিবসহ ৫ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ দেবার কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি,এতে পরিবারটি অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে বাদির অভিযোগ।

    এনিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে।এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে,বিবাদী আব্দুল লতিব গং পূর্বশত্রুতার জের ধরে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে কামারগাঁ গ্রামে বাদীর বাড়ীর সামনের ইট সলিং করা সরকারি রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে।বাদি  রাজশাহীতে থাকায় ঘটনা লোক মারফত জানতে পারেন। এদিকে পরদিন ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে বাদী বাড়ীতে এসে রাস্তায় বেড়া দেয়া দেখতে পাই। বাদি এবিষয়টি নিয়ে বিবাদীগণের সঙ্গে কথা বলতে গেলে তাকে তারা মারপিট ও প্রাণনাশের হুমকি দেন। এদিকে রাস্তা বন্ধ থাকায় বাদি মাঠ থেকে আমণ ধান তার উঠানে উঠাতে পারছে না।

    এই সুযোগে মাঠে  তার কেটে রাখা ধানের বেশীর ভাগ চুরি হয়ে গেছে। তার ধারণা বিবাদীদের যোগসাজশে ধান চুরি হয়েছে।অন্যদিকে এমন অমানবিক ঘটনায়  জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন।তবে আব্দুল লতিব অভিযোগ অস্বীকার করেছেন।এবিষয়ে তানোর থানার থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ