মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহী তানোরে বেসরকারি মাধ্যমিক ( স্কুল ও মাদ্রাসা) শিক্ষকদের চাকুরী বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের লক্ষ্যে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক( স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তানোর থানার মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা। তানোর আল মাদ্রাসাতুল ইসলাহীয়ার সুপার মোঃ মকসেদ আলীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বকুল হোসেন, চাঁদপুর ২য় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক মুন্জুর রহমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমির উদ্দিন,চিনাশো আলিম মাদ্রাসার সুপার হারুনর রশীদ ছাঐড় নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, জিওল দারুসুন্না দাখিল মাদ্রাসার সুপার আসলাম মিঞা প্রমূখ। মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মাশতুরা আমিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।#
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.