প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ১১:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বাড়িতে হামলা ও ভাংচুর অভিযোগের তীর একজন সেনা সদস্য (সৈনিক) এর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনা টি ঘটেছে তানোর উপজেলার তালন্দ ইউপির সালামপুর গ্রামে। বাদী মোসা: আঞ্জুয়ারা বেগম সেনা সদস্য(সৈনিক) সবুজ সহ ৩ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেন।থানায় দায়ের করা বাদীর অভিযোগ টি তুলে ধরা হলো : সবিনয় নিবেদন এই যে, আমি মোসাঃ আঞ্জুয়ারা বেগম (৪১), স্বামী মোঃ রুস্তম আলী, গ্রাম- সেলামপুর, ডাকঘর- লালপুর, থানা/উপজেলা- তানোর, জেলা- রাজশাহী। থানায় হাজির হইয়া এই মর্মে লিখিত ভাবে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী ১। মোঃ সবুজ আলী (২৭), (সেনা সদস্য)
২। মোঃ শিমুল (২০) উভয়ের পিতা মোঃ গোলাম রাব্বানী ৩। মোঃ গোলাম রাব্বানী (৪৫), পিতা মৃত ফয়েজ উদ্দিন সকলের গ্রাম- সেলামপুর, ডাকঘর- লালপুর, থানা/উপজেলা- তানোর, জেলা- রাজশাহী। পূর্বের শত্রুতার জের ধরিয়া অদ্য ইং ২৪/১১/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ৬:৩০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ ধারালো হাসুয়া ও লোহার রড ও সাবলদ্বারা আমার বাড়ির মেইন দরজায় ও বাড়ির ওয়ালে জোরে জোরে আঘাত করিয়া বাড়ি ভাংচুর করিতে শুরু করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া বলিতেছে যে, বাড়ির বাহিরে পা দেওয়া মাত্রই তোকে প্রাণে মরিয়া ফেলিবো। উল্লেখ্য যে, উপরোক্ত ১নং বিবাদী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে।
উক্ত বিবাদী পেশী শক্তির জোরে হুমকী দিয়া বলিতেছে যে, কোন সালা আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করিতে আসিলে সেই সালাকে প্রাণে মারিয়া ফেলিবো। উক্ত বিবাদীগণ যেভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করিতে যেকোন সময় আমার কিংবা আমার পরিবারের সদস্যগণের বড় ধরনের ক্ষতি করিয়া ফেলিতে পারে। এই বিষয়ে উক্ত বিবাদীগণের সহিত প্রতিবাদ করিতে গেলে মারামারি সহ আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভবনা রহিয়াছে। এমতাবস্থায় নিরুপাই হইয়া আইনের আশ্রয় গ্রহণ করিলাম। স্বাক্ষী: ১। মোসাঃ রুমানা আক্তার রানী (২০), স্বামী মোঃ মুরাদ আলী ২। মোসাঃ জেসমিন আক্তার (৩০), স্বামী মোঃ শাহিন আলী ৩। মোসাঃ বানেছা বিবি (৫০), স্বামী মোঃ সাবের আলী সকলের গ্রাম- সেলামপুর, ডাকঘর- লালপুর, থানা/উপজেলা- তানোর, জেলা- রাজশাহীগণ সহ আরো অনেকে উপরোক্ত ঘটনার বিষয়ে জানেন।
বিষয়টি লইয়া গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করিয়া সৎ পরামর্শে থানায় অভিযোগ দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল। অতএব মহোদয় উপরোক্ত বিষয়টি বিবেচনা পূর্বক উক্ত বিবাদীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়। এ বিষয়ে অভিযুক্ত (সৈনিক) সবুজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান : এবিষয়ে আমি জানিনা আমার পরিবার জানে বলে ফোন কেটে দেন।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান অভিযোগ টি পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।