মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পরকীয়ার জেরে প্রকাশ সিং হত্যা মামলায় ৪জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রোববার সকালে দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলেন, নওগাঁ নিয়ামতপুরের বাদল মন্ডল, তানোরের বিমল সিং, অঞ্জলী রানী ও সুবোধ সিং। আদালত সুত্রে জানা যায়,২০২১ সালের ২৮ র্মাচ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ সিং বিকেলে বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
পরদিন মাঠে তার লাশ পাওয়া যায়।এঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করে।পুলিশ তদন্তে উঠে আসে নিহত প্রকাশ তার চাচী অঞ্জলী রানী ও বাদল মন্ডলের পরকীয়া জেনে যান।এতে ক্ষুদ্ধ হয়ে চাচী অঞ্জলী,চাচা বিমল সিং, চাচাতো ভাই সুবোধ সিং ও কথিত প্রেমিক বাদল মিলে এ হত্যাকান্ড ঘটায়।
পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে স্বাক্ষ্য গ্রহন,তথ্য উপাত্ত, যুক্তি র্তক উপস্থাপন শেষে আদালত আজ এই রায় দেন।রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.