• ধর্ম

    তানোরে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে বিএনপির নেতা মিজানের মতবিনিময়

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ১০:২০:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ১১টায় বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির অন্যতম নেতা ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ চৌধুরীসহ ৪৯টি পূজা উদযাপন পরিষদের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় বিএপির বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

    এসময় সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, পূজা উদযাপনে তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে দূর্গাপুজা উদযাপন করতে পারেন এজন্য বিএনপি দলের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতার আশ্বাস দেন তিনি। #

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ