• কৃষি

    তানোরে নেচার এন্ড কেয়ার কোম্পানির কৃষক মিটিং অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ৭:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহমুদ শাওন-রাজশাহী:

    আজ রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন এর মানিককন্যা বাজার সংলগ্ন মেসার্স শেখ শাওন ট্রের্ডাস প্রোপাইটার মোঃ মঈনউদ্দিন এর আয়োজনে তার নিজ সার ও কীটনাশক এর দোকানে নেচার এন্ড কেয়ার কোম্পানির সার্বিক সহযোগিতায় কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত কৃষক মিটিং এ অত্র এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এ সময় নেচার এন্ড কেয়ার কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন ডিভিশনাল নর্থ ৩ এর সেলস ম্যানেজার আপেল মাহামুদ, রাজশাহী আরএসএম সারোয়ার জাহান প্রিন্স, সিনিয়র মার্কেটিং অফিসার নিয়ামতপুর নওগাঁ মোহাম্মদ তরিকুল ইসলাম, তানোর মার্কেটিং অফিসার মোঃ সোহানুর রহমান, মান্দা মার্কেটিং অফিসার মোঃ রাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ