প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৬:০৮:০৩ প্রিন্ট সংস্করণ
সৈয়দ মাহমুদ শাওন-রাজশাহী:
রাজশাহীর তানোরে জিংক সমৃদ্ধ ব্রি-৮৪ জাতের ধান উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রোজ মোঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি সরনজাই ইউনিয়নের কলেজপাড়া গ্রামে ৫ জন নির্বাচিত কৃষক, তানোর এপি, ভিডিসি প্রতিনিধি, ডেমো কৃষক, স্থানীয় কৃষক, এবং স্থানীয়দের সম্পৃক্ততায় ৬০ জন কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং সরনজাই ইউনিয়ন পরিষদের ৮ নং ওর্য়াড মেম্বার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট ইন্টিগ্রেটেড লাইভলিহুড ইফতেখার উদ্দিন আহমেদ , ২ নং ওয়ার্ড মহিলা মেম্বার মোসাঃ সিমা বেগম, মুন্ডলপাড়া ভিডিসির সভাপতি গোলাম সারোয়ার, সরনজাই সরদারপাড়া ভিডিসির সভাপতি মোঃ নবিবুল ইসলাম।
তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা বলেন, জিংক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় সরনজাই ইউপিতে ৫ জন কৃষক ১ বিঘা করে জমিতে জিংক সমৃদ্ধ ধান চাষ করেছিলো। তাদের বীজ ধান সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছিল,এ ধানে প্রোটিন, জিংক ও আয়রন রয়েছে ।