• আইন ও আদালত

    তানোরে খাদ্য গুদাম থেকে এফ এম মিলের এক ট্রাক চাউল ফেরত

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৫:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোর সরকারি খাদ্যগুদাম থেকে মেসার্স এফএম অটোরাইস মিলের নিম্নমাণের এক ট্রাক চাউল ফেরত দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, সরকারি খাদ্যগুদাম থেকে চুক্তিবদ্ধ মিলারগন ধান নিয়ে অটোরাইস মিলে (ভাঙ্গানো) ক্র্যাশিং করে গুদামে চাউল সরবরাহ করেন। নিয়ম অনুযায়ী মিলারগণ গুদাম থেকে যে ধান নিয়ে যাবেন সেই ধানের চাউল দিবেন। কিন্ত্ত কতিপয় মিলার জনৈক মইনুল ইসলামের সঙ্গে যোগসাজশ করে গুদাম থেকে চিকন উন্নতমাণের ধান ক্র্যাশিং করতে নিয়ে গিয়ে নিম্নমাণের মোটা চাউল সরবরাহ করছেন বলে অভিযোগ রয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে রাজশাহী বায়ার উপকন্ঠে অবস্থিত মেসার্স এফএম অটোরাইস মিল থেকে এক ট্রাক চাউল তানোর খাদ্যগুদামে সরবরাহ করতে নিয়ে আশা হয়। কিন্ত্ত গুদাম থেকে চিকন উন্নতমাণের ধান ক্র্যাশিং করতে নিয়ে গেলে নিম্নমাণের মোটা চাউর নিয়ে আশা হয়, আবার সরকারি খাদ্যগুদামের বস্তায় চাউল দেবার কথা থাকলেও বাইরের বস্তায় চাউল আনা হয়। এদিন আকর্ষিকভাবে আরসি ফুড, ডিসি ফুড ও টিসিএফ তানোর খাদ্যগুদাম পরিদর্শনে এসে ওই ট্রাকের চাউল পরীক্ষা করে নিম্নমাণের হওয়ায় ট্রাক ফেরত পাঠিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, জনৈক সেলিম হাজি গুদাম থেকে উন্নতমাণের ধান ক্র্যাশিং করতে নিয়ে গিয়ে জনৈক মইনুলের সহযোগীতায় এফএম অটো রাইস মিল থেকে এসব নিম্নমাণের চাউল নিয়ে এসেছিল। কিন্ত কর্মকর্তাদের হাতে ধরা পড়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এছাড়াও দুই নম্বর গুদামে চিকন আঠাশ চাউল থাকার পরেও ওএমএস ডিলার ও ফেয়ারপ্রাইস ডিলারদের এসব চাউল না দিয়ে নিম্নমাণের চাউল দেয়া হচ্ছে। সচেতন মহলের ভাষ্য, কৃষকের কাছে থেকে গুদামে কখানো নিম্নমাণের ধান-গম বা চাউল কেনা হয় না, তাহলে এসব চাউল আসলো কোথা থেকে আর কৃষকের কাছে থেকে কেনা উন্নত মাণের ধান-গম গেলো কোথায় ? স্থানীয়রা এঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে খাদ্যগুদামের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ