• রাজশাহী বিভাগ

    তানোরে খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার নিয়োগে তদ্বিরবাজদের দৌড়ঝাঁপ

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৪ , ১:১৯:১১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরেখাদ্যবান্ধব কর্মসুচির ৮ জন ডিলার  চাল উত্তোলন করেনি। ফলে এসব ডিলারের পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা খাদ্য অফিস জানায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এসব ডিলার গাঁ ঢাকা দেয়। তবে যে ৯ জন চাল তুলে বিক্রি করেছেন তারা স্থানীয় ভাবে বিএনপির নেতাকর্মী দের সঙ্গে সংখ্যতা গড়ে তুলে বিক্রি করতে পেরেছেন। চলতি মাসের ৮ সেপ্টেম্বর যেই ৭ জন ডিলার চাল তুলেননি তাদের বিপরীতে নতুন ভাবে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

    ইতমধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে। খাদ্য কর্মকর্তাআর্থিক সুবিধার বিনিময়ে তার পচ্ছন্দের ডিলার নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে।  এছাড়াও কর্মকর্তার নেপথ্যে মদদে তদ্বিরবাজরা তাদের মনোনিতদের ডিলার নিয়োগ দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে। উপজেলায় ৭ জন ডিলারের বিপরীতে ২৭ জন আবেদন করেছেন এবং ডিলার পেতে নানা ভাবে তদ্বির শুরু হয়েছে। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার নিয়োগ পেতে হলে অবশ্যই প্রকৃত চাল ব্যবসায়ী ও নিজস্ব গুদাম ঘর থাকতে হবে। কিন্ত্ত যারা আবেদন করেছেন তাদের সিংহভাগ ব্যবসায়ী নয় এমনকি তাদের কোনো নিজস্ব গুদাম ঘর নাই।

    এবিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মলিউজ্জামান সজিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ডিলারেরা চাল উত্তোলন না করলে কিছুই করার নাই। নতুন ডিলার নিয়োগের জন্য গত ৮ তারিখে নোটিশ সাটানো হয়েছিল। ৭ জনের বিপরীতে ২৭ জন আবেদন করেছেন। দলীয় বিবেচনায় নাকি ডিলার দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান নিয়মমত ডিলার নিয়োগ হবে আগামী সপ্তাহের দিকে। ইউএনও স্যারের  সভাপতিত্বে কমিটি যাচাই বাছাই করে ডিলার নিয়োগ হবে। ডিলার নিয়োগের বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (চলতি দায়িত্ব) মাসতুরা আমিনার সরকারি মোবাইল নম্বরে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। 

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ