• রাজশাহী বিভাগ

    তানোরে এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

      প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ৫:৪০:৩৭ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর তানোরে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জানা গেছে, ৫ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ হলঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনপ্রমুখ এদিন সাংবাদিক, ইমাম ও শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ২০ জন উপকার ভোগীর মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ