প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৯:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ, সম্পাদক মোজাম, পাচন্দর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, সম্পাদক মিজানুর রহমান লাটু, উপজেলা বিএনপি নেতা সাইফুল,
সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল মান্নান, বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, পৌর বিএনপি নেতা মাস্টার ওবায়দুর মোল্লা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, পৌর যুবদল নেতা আবুল কাশেম, আতিকুর রহমান লিটন, ছাত্র দল নেতা শাহিন সরকার রঞ্জু, সমসের প্রমুখ। শেষে এ্যাডভোকেট শফিকুল হক মিলনের রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোল্লাপাড়া জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ আবুল হোসেন। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।