• রাজনীতি

    তানোরে উপজেলা চেয়ারম্যান ময়নার উঠান বৈঠক

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ১০:২৮:১৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে সাংসদ প্রতিনিধি, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। জানা গেছে, গত ২৯ জানুযারী সোমবার তানোর পৌরসভার কাশিমবাজার, কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ এবং বাধাইড় ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

    এদিন উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রতিটি ভোটারের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং মনে রাখতে হবে নৌকা যার আমরা তার, নৌকা যার আওয়ামী লীগের ভোট তার। আগাতিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আমাদের সবাইকে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়ে নৌকার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ