প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ৮:৫৫:০২ প্রিন্ট সংস্করণ
এস আর,সোহেল রানা-তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় মাঠে এগ্রিকনসার্ন নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান কৃষকের কাছে থেকে ফসলি জমি ভাড়া নিয়ে কীটনাশকমুক্ত ও রপ্তানিমুখী ২০টি নতুন জাতের আলু উৎপাদন প্রকল্প গ্রহণ করেছে। এদিকে ২৬ ফেব্রুয়ারী শনিবার এগ্রিকনসার্ন এর উদ্যোগে আলুখেত পরিদর্শন ও ইউপির মালার মোড় কড়াইতলা মতবিনিময় সভা আয়োজন করা হয়। এদিন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড, আব্দুর রাজ্জাক (এমপি)।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান।
রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন (বিপিএম-পিপিএম),
জশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল, রাজশাহী পুলিশ সুপার এসপি এবিএম মাসুদ হোসেন (বিপিএম-পিপিএম) তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ দেবনাথ, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ।এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।