• Uncategorized

    তানোরে আগুনে পুড়ে নিমিষেই সব শেষ

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১:১৪:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোর থানার তিন মাথার মোড়ের একটু সামনে মুন্ডুমালা যাওয়ার রাস্তায় বিউটি শিল ঘর ও ইনছান পানের দোকানে হঠাৎ আগুন লেগে নিমিষে সব পুড়ে ছাই হয়ে গেছে।আজ বুধবার দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে হঠাৎ দাউ দাউ আগুন দেখে দোকানের আশপাশের লোকজন তানোর ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ রাশেদুর রহমানের নেতৃত্বে মুহূর্তে হাজির হন এবং দক্ষতার সহিত মূহুর্তে আগুন নিভাতে সক্ষম হন। কিন্তু তার আগেই দুই টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।বেঁচে যায় আশেপাশের বড় বড় স্থাপনা। ফায়ার সার্ভিস এর এমন অবদান অতুলনীয়। ফায়ার সার্ভিস ও আশেপাশের লোকজন ধারনা করেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন আগুনের সূত্রপাত হয়। জানা যায় মো: ইনসান পিতা, গুলবর মন্ডল, গ্রাম- তানোর।তিনি টিনদিয়ে ঘর করে সেখানে পান, সিগারেট, পটেটো ইত্যাদি বেচাকেনা করতেন। অন্যদিকে প্রতিবন্ধী মোসা: বিউটি আক্তার পাশের ঘরে সিল তৈরি করতেন। জানা যায় যে বিউটির ঘরে সীল তৈরির কম্পিউটার অর্থাৎ সিপিইউ, মনিটর, প্রিন্টার, ড্রামসহ প্রয়োজনীয় ইত্যাদি সব পুড়ে ছাই হয়ে গেছে। বিউটি অনেক আহাজারি করে বলেন আমার সব মিলে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেল। বিউটি আরো বলেন আমার ইনকামের শেষ সম্বল শেষ হয়ে গেল। সব হারিয়ে বিউটি এখন দিশেহারা অবস্হায়। প্রতিবন্ধী বিউটি নতুন করে বাঁচতে ক্ষতিপূরণ দাবি করছেন সচেতন মহলের নিকট। অন্যদিকে মো: ইনছান বলেন ঘরে থাকা পান, সিগারেট,পটেটো ইত্যাদি ও ঘর সব মিলে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জানা যায় যে আগুন লাগার মূহুর্তে দুই দোকানদারই দোকানে ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন তাদের শেষ সম্বল মূহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ