• আইন ও আদালত

    তানোরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সোলার প্যানেল লুটের অভিযোগ

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১২:১১ প্রিন্ট সংস্করণ

    বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের সোলার প্যানেল ও ব্যাটারী লুটের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর হাটে এই ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এসব নামধারী নেতাদের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন হাটের ব্যবসায়ীরা। জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর হাটে সরকারিভাবে টিনসেড প্লাটফর্ম এবং সেগুলো  দেখভালের জন্য একটি পাকা ছাদ ঢালায় ঘর নির্মাণ করা হয়।কিন্ত্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের নেপথ্যে মদদে তার সহযোগীরা ওই ঘর জবরদখল করে সেখানে ডিস ব্যবসা শুরু করেন।

    আবার  ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন একক ক্ষমতা বলে ওই ঘরে সরকারি বরাদ্দের ৪টি সোলার প্যানেল স্থাপন করেন।এদিকে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই ঘর থেকে এসব সোলার প্যানেলগুলো খুলে নিয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান,গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সোলার প্যানেল, ব্যাটারি এবং বাল্ব খুলে নিয়ে যায় পাঁচন্দর  ইউপি দক্ষিণ শাখা আওয়ামী লীগের সহসভাপতি ইউনুস আলী, দক্ষিণ শাখা যুবলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং ওয়ার্ড যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। শুধু ঘরের সৌর বিদ্যুতের আসবাব পত্র না হাটের ভিতরে যে সব লাইট ছিল সেগুলোও নিয়ে যায়।

    এবিষয়ে হাবিবুর রহমান হাবিব জানান, সৌর বিদ্যুতের যাবতীয় সবকিছু নষ্ট হয়ে গেছে। এজন্য এসব নিয়ে যাওয়া হয়েছে। এবিষয়ে আওয়ামী লীগ নেতা ইউনুস আলী বলেন, আমি এসব নিয়ে যাবো কেন ? এবিষয়ে যুবলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি  রিসিভ করেন নি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, তিনি তাদের বিষয়ে কোনো কিছুই বলতে পারবেন না। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ খবর নিয়ে এমন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ