• Uncategorized

    তানোরে অবৈধ পুকুর খননে পাঠদান ব্যাহত

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ২:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তনোরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি ব্যতিত অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্ডুমালা পৌরসভার চৌরখৈর হাসনা পাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। এদিকে ভেঁকু মেশিন ও অবৈধ ট্রাক্ট্ররের বিকট শব্দ এবং মাটি পরিবহনে ধুলা-বালি উড়ায় পরিবেশ দুষণের পাশাপাশি, পুকুর পাড়ে অবস্থিত চৌরখৈর হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,দাবি উঠেছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির। অথচ উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত পুকুর পুনঃখনন বা খননের কোনো সুযোগ নাই।

    স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌরসভার চৌরখৈর হাসনা পাড়া মহল্লার মৃত আলা উদ্দিনের পুত্র জানমোহাম্মদ প্রায় ৪০ শতক আয়তনের একটি পুরাতন পুকুর সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। ইউএনও সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন মুন্ডুমালা ভুমি অফিসের তহসিলদারকে। কিন্তু তদন্ত করার আগেই পুকুর খনন শুরু করে। এছাড়াও ৪০ শতক আয়তনের পুকুরের চার পাশের জমি কেটে ৯০ শতক পুকুর করা হচ্ছে। আবার পুকুরের মাটি বিক্রি ও বিভিন্ন এলাকায় পরিবহন করতে গিয়ে কাঁচাপাকা রাস্তা নষ্ট ও পরিবেশ দুষণ করা হচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ভেঁকু মেশিন ও ট্রাক্ট্ররের বিকট শব্দ এবং ধুলা-বালির কারণে স্কুলে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে, এতে পাঠদান ব্যাহত হচ্ছে। তিনি পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বলেন, পুকুরের মাটি পরিবহনে রাস্তা-ঘটের ক্ষতির পাশাপাশি ধুলা-বালিতে বাড়ি থাকা কঠিন হয়ে পড়েছে। এবিষয়ে জানমোহাম্মদ বলেন, ইউএনও সাহেবের কাছে আবেদন করে পুকুর কাটা হচ্ছে। এবিষয়ে মুন্ডুমালা ভুমি অফিসের তহসিলদার রবিউল ইসলাম মুঠোফোনে বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ