মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ফসলি জমি জবরদখল করে ধান কাটার অভিযোগ উঠেছে। উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।এনিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। এদিকে গত ৫ নভেম্বর ভঞ্জন কুমার মাহাতো বাদি হয়ে হোসেন আলী ওরফে মটরসহ তিন জনকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ দেবার পরেও গত ১২ নভেম্বর মঙ্গলবার বিবাদীগণ ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জমির ধান কেটে নিয়েছেন বলে বাদির অভিযোগ ।
অভিযোগে বলা হয়েছে, হাসেন আলী মাটর পিতা-অজ্ঞাত, খায়রুল ইসলাম পিতা আব্বাছ বস্তুরী ও কাউয়ুম আলী পিতা অজ্ঞাত,সাং শিতল থানা ও জেলা চাপাইনবাবগঞ্জ।
নিম্ম তফশীল বর্ণিত খতিয়ানভুক্ত সম্পত্তি মৌজা-শিবরামপুর, জেএল নম্বর ৫৫, আরএস খতিয়ান নম্বর ১২৩, আরএস দাগ নম্বর ৬৩, পরিমান ১৭৬.৫ শতক, শ্রেণী ধানী। বাদী দীর্ঘদিন যাবৎ শান্তিপুর্ণভাবে এসব জমি ভোগদখল করে আসছেন। কিন্তু গত ৫ নভেম্বর সকালে বিবাদীগণ বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক জমির প্রায় ৩৫টি সিমানা পিলার উপড়ে ও নেটজাল ছিঁড়ে জমি দখলের চেষ্টা করে। এসময় বাদি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে লাঠিয়াল বাহিনী তাদের ওপর হামলা করে।
এমনকি আর কখানো জমিতে আসলে তাদের মেরে জমিতে পুঁতে রাখার হুমকি দেন। এদিকে বাদি গত ৫ নভেম্বর অভিযোগ করেছেন, কিন্তু গত ১২ নভেম্বর বিবাদীগণ জোরপুর্বক জমির ধান কেটে নিয়েছে। বাদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বলে ভয়ে কোনো প্রতিবাদ করতে পারছে না,পরিবার নিয়ে চরম আতংকে রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে হোসেন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি তারা বর্গা দিয়েছেন, শিবরামপুর গ্রামের জাহাঙ্গীর বর্গাচাষ করেন। কাজেই ধান কাটার বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।তিনি বলেন, এই জমি তারা প্রায় ৫০ বছর যাবত ভোগদখল করে আসছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.