• রাজশাহী বিভাগ

    তানোরের রাস্তা সংস্কার উদ্বোধন করেন-ময়না চেয়ারম্যান

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ২:৪৯:১১ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নে (ইউপি) স্থানীয় সাংসদের কাবিখা-কাবিটা (বিশেষ) বরাদ্দের অর্থায়নে নড়িয়াল গ্রামের জিনাতের বাড়ি নয়নের বাড়ি পর্যন্ত্য মাটির রাস্তা সংস্কার, চকরতিরাম মসজিদ থেকে বাদলের বাড়ি পর্যন্ত্য রাস্তা ইট সোলিং এবং মালবান্ধা গ্রামের একটি পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মান করা হবে।

    এদিকে ১২ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব কাজের উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান, ইউপি সদস্য খাইরুল ইসলাম, নাজিমুদ্দিন মন্ডল, ফাতেমা বেগম, রোকনুজ্জামান রতন, জামাল উদ্দিন ও তানভির রেজা প্রমুখ।

    একই দিন মালবান্ধা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যদিকে একই দিন মালবান্ধা উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (চাদর) বিতরন করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ