• রাজশাহী বিভাগ

    তানোরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৭:৫১:২৭ প্রিন্ট সংস্করণ

    তানোরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মাঝে টান টান উত্তেজনা ও বিস্ফোরণমূখ পরিস্থিতি বিরাজ করছে। এদিকে দীর্ঘদিন পর হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন পরস্পরবিরোধী মারমূখী অবস্থানে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা, আগামী ২৭ অক্টোবর বৃহস্প্রতিবার বিএনপির সহযোগী সংগঠন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তানোর উপজেলা বিএনপি উপজেলা ডাকবাংলো মাঠে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ পৃথক কর্মসুচি ঘোষণা করেছেন বলে শোনা যাচ্ছে। ফলে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের এমন পাল্টাপাল্টি কর্মসুচি ঘোষণায় দলের তৃণমূল নেতাকর্মীসহ জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের একাধিক জৈষ্ঠ নেতার ভাষ্য, খোলা মাঠে বিএনপির কর্মসুচি মানেই নাশকতা ও জ্বালাও পোড়াও, তারা কখানো দেশ ও দেশের মানুষের কথা বিবেচনা করে কোনো কর্মসূচি দেয় না। অন্যদিকে বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে সরকার দিশেহারা, তাই বিএনপির কর্মসুচি ঠেকাতে তারা নানা ষড়যন্ত্র করছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, এমন পরিস্থিতিতে এদিন ডাকবাংলো মাঠে কোনো দলেরই কর্মসূচি করতে দেয়া ঠিক হবে না। কারণ তাদের কর্মসূচি নিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও আওয়ামী লীগ এবং বিএনপির দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ