• আইন ও আদালত

    তাড়াশে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ যুবকের যাবজ্জীবন

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ২:৫৫:০১ প্রিন্ট সংস্করণ

    কে এম শাওন-সিরাজগঞ্জ:

    সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায় এক বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নারীদের শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রাই দেন।দ্বন্ড প্রাপ্তরা হলেন -তাড়াশ উপজেলারী পেঙ্গুয়ারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাশিম উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরন, একই গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. আতিক ও মৃত ইউনুস আলী ছেলে মো. নয়ন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ আদালতের পেশকার মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    মামলার বরাত দিয়ে পেশকার মুক্তার হোসেন বলেন ২০১৫ সালের ১১ জুন রাত দশটার দিকে ভিক্টিম ও তার স্বামী মিলে আসামি হাসির উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে তাড়াশের আলেকের মোর হতে পেঙ্গুয়ারী গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি উপজেলার ওয়াবদা বাধ থেকে রানী হাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছালে পাঁচজন মিলে গতিরোধ করা হয়।ওই সময় তারা ভিকটীমকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে।

    ঘটনার সময় ভিকটিমের স্বামীকে চোখ বেঁধে রেখে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ১২ জুন তাড়াশ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।পুলিশ তদন্ত শেষে সবার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বিচারক। বাকি ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ