মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী গ্রামের খামারি খয়বার হোসেনে বাড়িতে বাছুরটির জন্ম হয়। অস্বাভাবিক বাছুরটি দেখতে ওই বাড়িতে লোকজন ভিড় করছেন। খামারি খয়বার হোসেন বলেন, প্রজননের জন্য ইনজেকশন দিলে গাভীটি গর্ভধারণ করে। আট মাস ২৩ দিন পর গাভীটি এই বকনা বাছুর প্রসব করে। বাছুরটি নড়াচড়া করছে।
“জন্মের পর থেকে সে প্রায় দেড় কেজি শাল দুধ খেয়েছে। বাছুরটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও দুই মাথার ভারের কারণে দাঁড়াতে পারছে না।”তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) মো. ওয়ালি উল্লাহ বলেন, প্রজননগত ও হরমোনজনিত কারণে এ রকম বাছুর প্রসব হতে পারে। তবে এমন বাছুর প্রসব খুব একটা দেখা যায় না বলেও জানালেন প্রাণিসম্পদ কর্মকর্তা
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.