• Uncategorized

    তাড়াশে এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন নূর তাসমিন

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৫ মাস ৬‌ দিন পর, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন নূর তাসমিন উর্মি।

    এর আগে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

    বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নূর তাসমিন উর্মি তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যন্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এই যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন মহল ফুল দিয়ে তাঁ‌কে বরণ করে নেন।

    তিনি ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তী‌তে পদোন্নতি পেয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নূর তাসমিন উর্মি বলেন, সরকারি নিয়ম এবং ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ