প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২১ , ২:০৬:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ ওয়াসিক বিল্লাহ, নান্দাইল প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড, বাজার ও চৌরাস্তায় তরমুজ এর দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে তরমুজ অতিরিক্ত দামে বিক্রি করায় কৃষি বিপণণ আইন, ২০১৮ অনুযায়ী ৫টি মামলায় ৭০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট মাহফুজুল হক।
এ সময় সকল পাইকারী ও খুচরা বিক্রেতাকে সর্তক করা হয় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে দোকানদার দের তালিকা টানানোর জন্য বলা হয়েছে। নান্দাইলবাসীকে ন্যায্যমূল্যে তরমুজ ক্রয় করার পাশাপাশি কোনো ফল বিক্রেতা অতিরিক্ত মূল্যে কিংবা কেজি দরে তরমুজ বিক্রি করলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যও বলা হয়েছে।