• সাহিত্যে

    “তবুও তৃপ্তি” কলমে: কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২২ , ৫:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

    কবিতা-তবুও তৃপ্তি
    কলমে: কানিজ তানজিমা ববি

    বয়সটা বেড়ে গেছে নির্মমতার চাদরে
    চোখের দৃষ্টি ক্ষীণ আর মনের ভার বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
    জীবনে কি পেলাম আর কি পেলাম না,
    এই অংক কষতে আজ আর মন সাঁই দেয়না।
    মন তো সেই কবেই মরে গ্যাছে;
    স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর
    এতো দিন পর বুঝি পড়ল মনে!
    তাই কি নিতে এলে আমার খবর?

    চারপাশের ধূসর রঙের মেলা
    সৃষ্টিতে বিশালতা খুঁজে ফেরা।
    মেঘলা দিনে ময়ূরীর নাচ
    বুকের কারখানায় অতৃপ্ত বাসনা
    এক আঁজলা রোদ্দুর পরশ বুলিয়ে যায়
    চাপা মনের দগ্ধে
    পুড়ে অন্তর্দহনে
    নীলাম্বরী শাড়ির আঁচল বাতাসে দোল খায়।

    আর কতো!
    আর কতো!!

    বেদনার নীল রঙ্গে রাঙিয়ে আমায়
    আছো তো বেশ সুখে!
    তবে কেনো হাহাকার তোমার পাষাণ হৃদয়ে?
    তবে কি সুখে থাকার মিথ্যে অভিনয়টা
    আজ ক্লান্ত করেছে তোমায়? বালুয়াড়ী মন যেথায়?

    শ্রান্ত ক্লান্ত পায়ে
    হেঁটে চলা দূর্বাঘাসে
    এক ফোঁটা জল শিশিরের বিন্দু যা
    অন্তরে তৃপ্তী রবে
    মন ভরে শ্বাস নেবো
    তোমার ললাটে এসে চুম্বন দিয়ে যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ