প্রতিনিধি ১৮ মে ২০২২ , ১:২৯:২২ প্রিন্ট সংস্করণ
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসীন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন। গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১) (আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক (২১-৩-২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে একাডেমিক পরিষদ কর্তৃক ১০ জন শিক্ষক তালিকায় মনোনীত হয়েছেন। মোহসীন কবীর স্যার জানান আজ চিঠিটি পেয়ে গর্বিত বোধ করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা, অর্পিত দায়িত্ব যেনো যথাযথভাবে পালন করতে পারি এজন্যে সকলের দোয়াপ্রার্থী।