• জাতীয়

    ঢাবির বাণিজ্যিক শাখায় পরিণত হয়েছে সাত কলেজ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৬:২৮:৫২ প্রিন্ট সংস্করণ

    শিক্ষাবর্ষ মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের জরিমানা দিয়ে পরীক্ষায় অনিয়মিত অংশগ্রহণে ৫ হাজার টাকা থেকে হুট করে জরিমানার হার ১০ হাজার টাকা করে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে প্রতি বছরে ১ গুণ হারে বৃদ্ধি। সেই সাথে ফরম পূরণ এর ফি টাকা + পুন:ভর্তি ফি, সেশন ফি টাকাও দিতে হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক শাখায় পরিণত হয়েছে সাত কলেজ। তীব্র সমালোচনা! শিক্ষাবর্ষ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পেছনে দায়ী কারা? একজন শিক্ষার্থী শিক্ষাবর্ষ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেন পাস করে বের হতে পারলো না। তার দায়ভার কি কলেজ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর বার্তায় না??

    ঢাবির এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যমে সমালোচনার ঝড়। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে । প্রতিবছর ডিপার্টমেন্ট ভিত্তিক গণহারে এক দুই সাবজেক্টে ফেল করানো হয়। সাত কলেজে অধ্যক্ষরা ডিন’স মিটিংয়ে উপস্থিত থেকে কি ধরনের সিদ্ধান্ত নেয়? তারা কি বোবা কোন কথা বলেন না? যদি বলেই থাকে তাহলে ঢাবি কিভাবে এমন সব সিদ্ধান্ত নিতে পারে?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ