প্রতিনিধি ৮ এপ্রিল ২০২২ , ১০:০৪:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃঅনিক রায়হান সাবু:
আজ সকাল ৯টায়,কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপদ চিকিৎসা চাই “বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট যৌথ ভাবে”বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষ্যে এক বনাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) এ-র চেয়ারম্যান যুবরাজ খানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জাতীয় সুইমিং ফেডারেশন এ-র মহা সচিব, এম.বি.সাইফ, বি মোল্লা, এ্যালাম নাই নিউজের প্রধান সম্পাদক আলী নিয়ামত, উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ব্রেন্ড এন্ড লাইফ হসপিটাল ব্যবস্থাপক, ফখরুল হোসেন,স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) কেন্দ্রীয় সাধারন সম্পাদক, উম্মে সালমা, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এ-র প্রধান সমন্বয়ক,মোঃ আমিনুল ইসলাম টুববুস,আরও উপস্থিত ছিলেন,ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট এ-র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন,মোহাম্মাদ তাহাজ্জত হোসেন, কেরানীগঞ্জ সাইক্লিং এর অ্যাডমিন রফিকুল হাসান রফিক, সহ বিভিন্ন সমাজকর্মী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত মধ্যে দিয়ে সাইকেল র্যালিতে একশোরও বেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েলচত্বর টি.এস.হয়ে শহীদ মিনারে এসে সমাপ্তি হয়।বক্তারা বলেন চিকিৎসা সেবায় প্রত্যাকে মানবিক হতে হবে, এ পেশায় সকলকে আইনের আওতায় আনা জরুরী, নয়তো সোনার বাংলার সুনাম রক্ষা করা কষ্টসাধ্য হয়ে পড়বে । চিকিৎসাসেবায় সাধারণ মানুষের সন্তুষ্টি অর্জনে প্রতি বছর উন্নত বিশ্বের চেয়ে চিকিৎসকরা কেবল ব্যাথ হচ্ছে। কিছু অসাধু চিকিৎসা চিকিসক কারণে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।