• Uncategorized

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হলেন এমপি নুরুল আমিন রুহুল

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২০ , ৩:০০:৩২ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি পুর্বের কমিটিতেও সহ-সভাপতি ছিলেন।

    পূণরায় আবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে মতামত ব্যক্ত করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    সেই সাথে আমার আসন চাঁদপুর-২ এর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।এদিকে আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ