প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫১:৩৪ প্রিন্ট সংস্করণ
ঢাবি ক্যাসপাস-রিপোর্টারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তরঃ
♦ ভাইয়া গতবছর লাস্ট কত মার্কে ডি ইউনিটে চান্স হয়েছে?
উত্তরঃ
সাইন্স – ১৪৬ +
কমার্স – ১৩৮ +
আর্টস – ১৫৬ +
♦ ভাইয়া এবার সেইফজোন কত মার্ক?
উত্তরঃ
সাইন্স – ১৫০+
কমার্স – ১৪৫+
আর্টস – ১৬০+
♦ ভাইয়া লাস্ট মার্ক কত হতে পারে?
উত্তরঃ ভার্সিটি কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না।
♦ ভাইয়া ওয়েটিং থেকে কত পর্যন্ত চান্স হতে পারে?
উত্তরঃ
সাইন্স – ১৪০০+
কমার্স – ৪৫০+
আর্টস – ১০০+
♦ সাব্জেক্ট পেতে কি কোন কন্ডিশন আছে?
উত্তরঃ হ্যা, বি ইউনিটের মতো ডি ইউনিটেও সাব্জেক্ট পেতে কন্ডিশন ফিলাপ করতে হবে। ডি ইউনিটের সার্কুলারে সাব্জেক্ট কন্ডিশন দেয়া নেই। সম্ভাবত রেজাল্ট এর পর সাব্জেক্ট কন্ডিশন এর নোটিশ দিবে। তবে বি এবং ডি এর সাব্জেক্ট কন্ডিশন প্রায় একই।
♦ ভাইয়া আমি কমার্স থেকে ডি ইউনিটে চান্স পেলে কি কমার্স এর সাব্জেক্ট পাবো?
উত্তরঃ না, ডি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট। ডি ইউনিটে চান্স পেলে সাইন্স এর স্টুডেন্টস কমার্স এবং আর্টস এর সাব্জেক্ট, কমার্স এর স্টুডেন্টস আর্টস এর সাব্জেক্ট এবং আর্টস এর স্টুডেন্টস কমার্স এর সাব্জেক্ট নিতে পারবে।
♦ ভাইয়া রেজাল্ট কবে দিতে পারে?
উত্তরঃ ২১ কার্যদিবস এর মধ্যেই দিবে। এক্সাট কবে দিবে ভার্সিটি কর্তৃপক্ষ ছাড়া কেউ জানেনা।
[ বিঃদ্রঃ প্রত্যেকটি হিসেব অনুমান করে দেয়া হয়েছে তোমাদেরকে ধারনা প্রদান করার জন্য। এর কম বেশিও হতে পারে]
ঢাবি ঘ ইউনিটের ইংরেজি অংশে ” ছায়ামঞ্চ English ” বই থেকে রিটেন অংশে ১০+ নাম্বার হুবহু কমন পড়েছে + MCQ তেও অনেক প্রশ্ন কমন পড়েছে। ঢাবি,জাবি, রাবি, চবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অংশে সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পেতে ” ছায়ামঞ্চ English ” বইটি সংগ্রহ করো।
” বাংলা পার্বণ ” বই থেকে বাংলা অংশে অনেক প্রশ্ন কমন পড়েছে। ঢাবি, জাবি, রাবি, চবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে বাংলায় সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পেতে ” বাংলা পার্বণ ” বইটি সংগ্রহ করো।