• Uncategorized

    ঢাকা-চট্রগ্রাম মহাসড়করে শিমরাইল মোড়রে চাঁদাবাজ জামাল ডিবির হাতে গ্রফতার

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ

    ঢাকা-চট্রগ্রাম মহাসড়করে শিমরাইল মোড়রে চাঁদাবাজ জামাল ডিবির হাতে গ্রফতার

    ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়রে ফুটপাতের চাঁদাবাজ জামাল হোসনেকে (৪০) গ্রফেতার করছেে জেলা গোয়ন্দো পুলিশ ডিবিরি একটি দল। রববিার(৩১ জানুয়ারী) রাতে তাকে শিমরাইল মোড়রে ফুটপাথ থেকে চাঁদা তোলার সময় ডিবিরি একটি টিম তাকে গ্রেফেতার করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদরে কাছ থেকে সে চাঁদা উত্তোলন করতো। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ফুটপাতের গড়ে উঠা অবৈধ দোকান নর্বিঘ্নে চলতে তারা দৈনিক পুলিশ ম্যানেজ করার জন্য একশ, সওজ কর্মকর্তাদের জন্য ৫০ ও বদ্যিুৎ বিল বাবদ ৩০ টাকা করে মোট ১৮০ টাকা চাঁদা নিতেন। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির এসআই মনরিুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জামাল নিয়মিত চাঁদা উত্তোলন করতো। ক্ষুদ্র ব্যবসায়ীদরে অভিযোগের ভিক্তিতে তাকে গ্রফেতার করা হয়েছে
    গ্রেফতারকৃত জামাল হোসনে চাঁদপুর জেলার মতলব থানার শিকরকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ সিআই খোলা কাঠের পুল এলাকার কামাল হোসনেরে বাড়ীর ভাড়াটিয়া।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ