• Uncategorized

    ‘ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতি’র উদ্যোগে ২০টি ব্যানার ও ১০ হাজার লিফলেট বিতরণ’

      প্রতিনিধি ১৩ মে ২০২১ , ৪:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:

    আসন্ন পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষ্যে মহামারি করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে আরও অধিক সচেতন করতে এবং করোনা সমস্যার সম্মুখীন হলে তাদের সাহায্যের জন্যই সমিতির এই উদ্যোগ।সোমবার (১০ মে) হইতে পত্নীতলা ও ধামইরহাটের বিভিন্ন যায়গায় সমিতির সদস্য এবং স্বেচ্ছাসেবীরা এসব ব্যানার ও লিফলেট বিতরণ করা শুরু করেন।এছাড়াও ব্যানার ও লিফলেটে গণস্বাস্থ্য কেন্দ্রের তিনজন ডাক্তারের নাম্বার দেয়া আছে যারা ‘ধামইরহাট-পত্নীতলা’ বাসিকে করোনা সম্পর্কিত যেকোন পরামর্শ ও চিকিৎসা দিতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।সংগঠনের সাধারন সম্পাদক ও গণস্বাস্থ্য প্রধান সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ ‘ধামইরহাট-পত্নীতলা’ বাসীর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন।

    ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন ইউনিয়ন হযরতপুর গ্রামের ‘ফিরোজা-ইয়াকুব ফাউন্ডেশন’ এই ব্যানার ও লিফলেট গুলো ‘ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতি’ কে প্রদান করেন। ঢাকা সাভার থেকে এই ব্যানার এবং লিফলেট সংগ্রহ করেন সংগঠনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি।এই বিষয়ে সংগঠনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, “আসন্ন করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ঈদের আগে মানুষের মাঝে অধিক জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। আর আপনারা নিজে বা এলাকার কেউ করোনা সমস্যার সম্মুখীন হলে দেয়া তিনজন ডাক্তারের নাম্বারে যোগাযোগ করুন।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ