নিউজ ডেস্ক:
সম্প্রতি পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়ার জন্য রিটায়ারমেন্ট পিটিশন দাখিল করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর ও অভিনেতা ডি এ তায়েব। দীর্ঘ ২৫ বছর পুলিশে চাকরি করেছেন তিনি। হঠাৎ চাকরি থেকে অবসরে যাওয়ার বিষয়ে ‘চ্যানেল 24 অনলাইন’র সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা। লিখেছেন শাহজাদা সেলিম রেজা-
বড় পর্দার কাজ মানেই বড় টিম। এ জন্য প্রায়ই রাজধানী ঢাকার বাইরে যাওয়ার প্রয়োজন হয়। কখনো কখনো দীর্ঘদিন থাকতে হয়। কিন্তু পুলিশে চাকরি করে তো দীর্ঘদিন বাইরে থাকা সম্ভব না। আর আমি যখন অভিনয় করি তখন আমার কাছে মনে হতো কোনো স্যার আমাকে খুঁজছেন কিনা, আমাকে কোনো স্যার ফোন করছেন কিনা...। নিজের দায়বদ্ধতা থেকে এই চিন্তাগুলো থেকে যায়।
আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় না। আমি অবসরে চলে আসছি। বেতন-রেশন সবই পাব। নিরপেক্ষতা বা বিশাল একটা পরিধিতে কাজ করতে চাচ্ছি আমি। এদিকে আমার এলাকাবাসীর দাবি, আমি যেন জাতীয় পর্যায়ে তাদের জন্য কাজ করি। আমাকে তারা সংসদ নির্বাচন করার জন্য অনুরোধ করছে। তারা আমাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছে। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৭ আসন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.